নতুন স্মার্টফোন আনল শাওমি। রেডমি সিরিজের নতুন এই ফোনের মডেল রেডমি নোট ১২ টার্বো। এই ফোনে ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আলট্রা থিন ডিসপ্লে দেওয়া হয়েছে। ঠাসা ফিচার নিয়ে বাজার কাঁপাতে আসছে রেডমি নোট ১২ টার্বো।
কিছুদিন আগে এই স্মার্টফোনের একঝলক প্রকাশ করেছেন সংস্থার জেনারেল ম্যানেজার লু উইবিং। রেডমি নোট ১২ টার্বো এর লুক ও ফিচার্স দেখে দারুণ উৎসাহী রেডমি-প্রেমীরা। ২৮ মার্চ এই স্মার্টফোনটি লঞ্চ করছে শাওমি। আপাতত চীনের বাজারে বিক্রি হবে রেডমি নোট ১২ টার্বো।
হ্যান্ডসেটটিতে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনে। মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। স্মার্টফোনের সামনে রয়েছে পাঞ্চ হোল কাট-আউট যেখানে সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়েছে রেডমি। স্মার্টফোনে প্রসেসর মিলবে স্ন্যাপড্রাগন ৭ জেন ২ চিপসেট। স্মার্টফোনটি রেডমিপ্রেমীদের কাছে আরও স্পেশাল হতে পারে এটির র্যাম ও স্টোরেজের জন্য।
রেডমি নোট ১২ টার্বো-তে র্যাম মিলবে ১২ জিবি পর্যন্ত। আর ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। অপারেটিং সফটওয়্যার থাকছে অ্যানড্রয়েড ১৩। কানেক্টিভিটির জন্য মিলবে ৫জি, ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট।
স্মার্টফোনে ক্যামেরা মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সঙ্গে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনের সামনে উপস্থিত ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
বর্তমানে সব স্মার্টফোনেই পাওয়া যায় ফাস্ট চার্জিং এবং বেশি এমএএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি। ব্যস্ত জীবনে যা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে ইউজারদের জন্য। সেই কথা মাথায় রেখে এই ফোনে শাওমি দিয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সঙ্গে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
শাওমি দাবি করছে, দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি স্মার্টফোনটি ফুল চার্জে দেড় দিন চলবে। যা এক্ষেত্রে বড় চমক হতে চলেছে।