অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৫ প্রো নিয়ে ইতিমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ফোনটিতে কী কী কনফিগারেশন থাকবে তা নিয়েও আলোচনা চলছে। ইতিমধ্যে জানাও গেছে ফোনটির কিছু কিছু কনফিগারেশন।
আইফোন ১৫ মডেলের স্মার্টফোন ব্যবহার করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, নতুন আইফোন ১৫ মডেলে এমন সব দেখতে পাওয়া যাবে, আগে যা কোনও মডেলে দেখা যায়নি। নতুন আইফোনে যে বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা হয়েছে তার মধ্যে একটি হল ইউএসবি টাইপ-সি পোর্ট।
অ্যাপল সেপ্টেম্বর মাসে বাজারে আইফোন ১৫ লঞ্চ করতে পারে। আইফোন ১৫ মডেল সম্পর্কে ৯ টু ম্যাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৫ প্রো একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখনও পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে। তবে আগামী দিনে তা নাও থাকতে পারে।
অ্যাপল আইফোন ১৫ প্রোতে সেন্সরের সংখ্যা বাড়াতে পারে। ফলে ক্যামেরা মডিউলের পুরুত্ব বাড়বে। এটাও বলা হচ্ছে যে নতুন ফোনের ক্যামেরার আকার আইফোনের ১৪ তুলনায় দ্বিগুণ বড় হতে পারে।
আইফোন ১৫ এ গ্রাহকরা একটি হ্যাপটিক বোতাম দেখতে পাবেন। অর্থাৎ ফোনে ফিজিক্যাল বোতাম পাবেন না, স্পর্শের মাধ্যমে ফোনে কমান্ড দিতে পারবেন। নতুন আইফোনের ডিজাইনের বিষয়ে যেসব তথ্য লিক হয়েছে তাতে জানা গেছে, এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা বেজেলসহ আইফোন ১৫ প্রো লঞ্চ করবে। এতে আপনি ১.৫৫ এমএম বেজেল দেখতে পাবেন।
আইফোন ১৫ প্রো সিরিজে ডিপ রেড কালার দেখা যাবে। এর আগে কোম্পানিটি পার্পল, গ্রিন, ডার্ক ব্লু এবং রেড শেডে আইফোন লঞ্চ করেছে। ডায়নামিক দ্বীপ বৈশিষ্ট্যটি আইফোন ১৫ এর সমস্ত মডেলে উপলব্ধ হবে, যেখানে এখন পর্যন্ত এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র প্রো মডেলের মধ্যে সীমাবদ্ধ ছিল।
অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলন ৫ জুন থেকে শুরু হবে, যা ৯ জুন পর্যন্ত চলবে। এই ইভেন্টে কোম্পানি লেটেস্ট আইওএস, আইপ্যাডস, ম্যাকওএস, ওয়াচওএস এবং টিভিওএস প্রকাশ করবে। মনে করা হচ্ছে, ইভেন্টে কোম্পানি আইফোন ১৫ সম্পর্কিত আপডেট সবার কাছে তুলে ধরবে।