হুয়াওয়ের সাবব্যান্ড অনার খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে যাচ্ছে অনার ২০ এবং ২০ প্রো। ইতিমধ্যে ফোন দুটি নিয়ে অনেক তথ্য ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। ফোনটিতে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অনার ২০ সিরিজ ২১ মে তে উন্মোচন করা হতে পারে।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, অনার ২০ তে ৬.১ ইঞ্চি ওলেড ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে থাকবে ৬ষ্ঠ প্রজন্মের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অনার ২০ এবং ২০ প্রো তে কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে থাকবে ৩ হাজার ৬৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারিকে দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং।
ফোনগুলোতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং ইএমইউআই। ফোনগুলোর দাম হতে পারে ২,৯৯৯ ইউয়ান (৩৭,৫৭০ টাকা)।