ফ্ল্যাগশিপ ডিভাইসে ফ্যান এডিশন বাজারজাতের পর স্যামসাং সেভাবে আর কিছু উন্মোচন করেনি। সবশেষ ভারতের বাজারে এক্সিনস ২১০০ চিপসেটসহ গ্যালাক্সি এস২১ এফই উন্মোচন করেছে কোম্পানিটি। প্রায় এক বছর পর এবার কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট যুক্ত নতুন ডিভাইস আনার কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট।
ভারতের বাজারে এক্সিনস চিপের স্মার্টফোনটিতে ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ও ট্রিপল রিয়ার ক্যামেরা ছিল। স্ন্যাপড্রাগন চিপসেটের ডিভাইসটি বর্তমানে প্রচলিত ও সামনে বাজারজাতের অপেক্ষায় থাকায় সেলফোনগুলোর তুলনায় উন্নত ফিচারযুক্ত হবে। এছাড়া গ্যালাক্সি এস২১ এফইর নতুন ভার্সনটি ১২৮ জিবি স্টোরেজের পরিবর্তে ২৫৬ জিবি স্টোরেজসহ আসবে।
আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে গ্যালাক্সি এস২১ এফই ভার্সন বাজারজাতের কথা নিশ্চিত করেছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের ধারণা সামনের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টেই ডিভাইসটি উন্মোচন করা হবে।
স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন ছাড়া সেলফোনে আর কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আসন্ন গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সঙ্গে ৮ জিবি র্যাম থাকতে পারে। এতে আগের মডেলের মতো ১২, ৮ ও ১২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।