বেশ কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছে আইকনিক রেজর ফোনের আদলে ফোল্ডএবল স্মার্টফোন আনবে মোটোরলা। এবার ডিভাইসটির ছবি ফাঁস হয়েছে অনলাইনে।
চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে নতুন এই ডিভাইসটির ছবি ফাঁস করেছেন স্ল্যাশলিকস। ডিভাইসের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।
বলা হচ্ছে মোটোরলার ফোল্ডএবল ডিভাইসটির নাম দেওয়া হবে রেজর ভি৪। ডিভাইসটির ছবি বাস্তব হলে এটি হবে পেটেন্টের বাইরে ডিভাইসটির প্রথম ছবি– খবর প্রযুক্তই সাইট ভার্জের।
ছবিতে দেখা গেছে লম্বালম্বি মাঝ বরাবর ভাঁজ করা যাবে ডিভাইসটি। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং হুয়াওয়ে মেইট এক্স ভাঁজ হয় আড়াআড়িভাবে।
মোটোরলার ডিভাইসটির পর্দার ওপরে নচও দেখা গেছে যা স্যামসাং এবং হুয়াওয়ের ফোল্ডএবল স্মার্টফোনে দেখা যায়নি।
মোটোরলার ফোল্ডএবল ডিভাইস নিয়ে গুজব শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। বলা হচ্ছে ডিভাইসটির সামনেও একটি পর্দা রাখা হতে পারে। তবে ফাঁস হওয়া ছবি থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।
রেজর ভি৪-এর পর্দার ভাঁজ খুললে এটি ট্যাবলেটের আকার হবে না। ভাঁজ করলে ফোনের আকারই ছোট হয়ে আসবে যা আরও বেশি বহনযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে- ফোল্ডএবল এই স্মার্টফোনটির দাম হবে ১৫০০ মার্কিন ডলার।