বাজারে সাড়া ফেলতে নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ প্রসেসর থাকায় চলতি বছর বাজার মাত করেছিল শাওমির পোকোফোন এফ ১। বাজারের হালনাগাদ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটযুক্ত নতুন স্মার্টফোনটি শিগগিরই বাজারে আসতে পারে বলে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রয়েছে। নতুন স্মার্টফোনটি চীনে রেডমি সিরিজে আর ভারতে পোকো সিরিজের অধীনে বাজারে ছাড়া হতে পারে।
নতুন স্মার্টফোনটিতে থাকবে ৬ দশমিক ৯৩ ইঞ্চি মাপের ডিসপ্লে, যার রেজল্যুশন হবে ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েবুতে এ–সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। ওই তথ্য অনুযায়ী, ফোনটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে। এর পেছনে তিনটি ক্যামেরা লাগানো থাকবে। একটি হবে ৪৮ মেগাপিক্সেলের। অন্য দুটি ৮ ও ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করবে শাওমি।
নতুন এ স্মার্টফোন প্রসঙ্গে শাওমির ব্যবস্থাপক লিউ উইবিং বলেছেন, তাঁরা এমন একটি স্মার্টফোন তৈরিতে কাজ করছেন, যার জন্য অপেক্ষা করা যেতে পারে। তিনি এক ওয়েব পোস্টে নতুন স্মার্টফোনটির কিছু ফিচারের কথা বলেছেন। তাঁর তথ্য অনুযায়ী, নতুন স্মার্টফোনে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, এনএফসি প্রযুক্তি থাকবে। এ ছাড়া এর পারফরম্যান্স হবে দুর্দান্ত।
নতুন স্মার্টফোনের দাম নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি শাওমি কর্তৃপক্ষ।