শাওমির সাবব্র্যান্ড রেডমি স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসরের ফোন নিয়ে কাজ করছে। এটি মে/জুন মাসে উন্মোচন করা হতে পারে। ইতিমধ্যে ফোনটির অনেক তথ্য রেডমির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
রেডমির জেনারেল ম্যানেজারের উইবোতে করা পোস্ট থেকে জানা গেছে, নতুন এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দেওয়ার পেছনের প্রধান কারণ হচ্ছে ফোনটিকে গ্রাহকদের নাগালের মধ্যে রাখা। কারণ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক ব্যয়বহুল।
ক্রেতাদের সুবিধার কথা ভেবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেছনে থাকবে। এতে যেমন দাম থাকবে হাতের নাগালে তেমনি ফ্ল্যাগশিপ ডিভাইসের স্বাদও পাওয়া যাবে।
রেডমি স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসরের এই ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। পেছনে থাকবে থ্রিপল ক্যামেরা। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের আর অন্য দুটি ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এছাড়া হেডফোন জ্যাক ও এনএফসি থাকবে।
ফোনটি মে অথবা জুন মাসের যেকোনো একসময় উন্মোচন করা হতে পারে। এটি রেডমি প্রো ২ অথবা পোকো ২ নামে বাজারে আসতে পারে।
রেডমির নতুন এই ফোনটি নিয়ে আরো তথ্য সামনে জানা যাবে।