অ্যাপলের আইফোন ১৫ সিরিজের ফোন বাজারে আসতে না আসতেই বিস্তর অভিযোগ উঠেছে। এর মধ্যে বড় সমস্যা ওভারহিটিং। অল্প সময়ের ব্যবহারের অত্যাধিক গরম হয় ১৫ প্রো ম্যাক্স। এই সমস্যার কারণ খুঁজে পেয়েছন অ্যাপল অ্যানালিস্ট মিং চি কুও। তিনি দাবি করেন, আইফোন ১৫ প্রো মডেলগুলোর এই ওভারহিটিং সমস্যার জন্য এ১৭ প্রো চিপের যে টিএসএমসি ৩এনএম আর্কিটেকচার দায়ী নয়। তাহলে কী কারণে নতুন আইফোন অত্যাধিক গরম হচ্ছে?
নতুন আইফোনের ওভারহিটিংয়ের সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অ্যানালিস্ট মিং চি কুও বলছেন, থার্মাল সিস্টেম ডিজাইনে আপস করার কারণেই এমটা হচ্ছে। কিন্তু থার্মাল সিস্টেম ডিজাইনেই বা কেন আপস করা হল?
এ বিষয়ে ওই অ্যানালিস্টের বক্তব্য, আইফোন ১৫ প্রো মডেলগুলোর ওজন হ্রাস করার জন্যই এমনটা করা হয়েছে। কুও আরও দাবি করেছেন, তাপ নিঃসরণের জায়গা কমানো এবং টাইটানিয়াম ফ্রেম এই দুই কারণে নেতিবাচক ভাবে ডিভাইসের তাপ দক্ষতা প্রভাবিত হয়েছে।
ব্যবহারকারীদের তা কীভাবে প্রভাবিত করছে?
আইফোন ১৫ প্রো মডেলের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, টাচ করলেই ফোনগুলো গরম হয়ে যাচ্ছে। কিছু পরীক্ষা করে আবার দেখা গিয়েছে, ফোন যখনই গরম হয়ে যাচ্ছে, তখনই প্রসেসরটিও থ্রটল করে যাচ্ছে। এক্ষেত্রে মনে রাখা জরুরি, এই টেস্টগুলো করা হয়েছিল নতুন আইফোনের বেঞ্চমার্কিংয়ের জন্য। অর্থাৎ নতুন আইফোন যে গরম হচ্ছে, তা মার্কেটে নিয়ে আসার আগেই লক্ষ্য করেছিল অ্যাপল এবং পরীক্ষাতেই তা বোঝা গিয়েছিল।
এখান থেকে একটা বিষয় ধরে নেওয়া যেতে পারে যে, আইফোন ১৫ প্রো মডেলগুলোবে গরম হয়ে যাওয়া দৈনিক ব্যবহারের ক্ষেত্রে মোটেই ক্ষতিকারক নয়। যদিও রেসিডেন্ট ইভিল ভিলেজ এবং ডেথ স্ট্র্যান্ডিংয়ের মতো কনসোল-কোয়ালিটি গেমগুলো আইফোন প্রো মডেলে খেললে তার কী প্রভাব পড়তে পারে, তা এখনও পরখ করে দেখা হয়নি।
অ্যাপল কীভাবে এই সমস্যার সমাধান করতে পারে
মনে করা হচ্ছে, এই ওভারহিটিং বা থার্মাল সমস্যার সমাধান পরবর্তী সফটওয়্যার আপডেটের মাধ্যমে করতে পারে অ্যাপল। তবে আইফোন প্রস্তুতকারক সংস্থা যদি প্রসেসরের পারফরম্যান্স রেস্ট্রিক্ট করতে না পারে, তাহলে এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া খুবই মুশকিল। এ বিষয়ে কুও বলছেন, অ্যাপল এই সমস্যার সমাধান করতে পারেনি।