চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে আগামী ১৬ মে তাদের প্রথম ৫জি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। লন্ডনে উন্মোচিত হতে যাওয়া ফোনটির সম্ভাব্য মডেল হুয়াওয়ে পি৩০ প্রো। যদিও এটি গত মার্চেই উন্মোচন করা হয়েছে, তবে এটি হবে পি৩০ প্রো এর ৫জি সংস্করণ। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি হুয়াওয়ে।
এক সাক্ষাতকারে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ সিনেটকে বলেন, আমি প্রত্যাশা করছি প্রথম ৫জি স্মার্টফোনটি হবে মেট সিরিজের, যা সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে উন্মোচন করা হয়। তবে এবার একটু আগেই মেট সিরিজে অথবা পি৩০ প্রো এর নতুন সংস্করণে উন্মোচন হতে ফোনটি। এমনকি পুরোপুরি নতুন মডেলেও আসতে পারে।
এবছর মোবাইল খাতে সবচেয়ে বড় ট্রেন্ডস হলো ৫জি। বিশ্বব্যাপী মোবাইল অপারেটরগুলো পরবর্তী প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক চালুর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার আগামী ২১ লন্ডনে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করতে যাচ্ছে। ৫জি কোম্পানিটির বিশেষ বিবেচনায় থাকলেও এটি ৫জি সংস্করণের হবে কিনা সেটি নিয়ে এখনও কিছু জানানো হয়নি।