রেডমি নোট ৭এস নামের নতুন এই ফোনটি মে মাসের মধ্যেই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। মাস দুয়েক আগে রেডমি সেভেন সিরিজ লঞ্চ করেছে শাওমি। কিন্তু এখনো সেই ফোন হাতে এসে পৌঁছায়নি গ্রাহকদের। এমন সময় আবার আরেকটি নতুন আপডেটেড ফোন লঞ্চ করল সংস্থাটি। এই ফোনের পেছনেও থাকবে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
সনি ৫৮৬ সেন্সর থাকবে দীর্ঘ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায়। র্যামের ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশে ফোনটির দাম শুরু হতে পারে ১৩ হাজার ৫০০ টাকা থেকে। এ ক্ষেত্রে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম হতে পারে ১৫ হাজার ৭০০ টাকা।
সেভেন সিরিজের মতোই হুবহু গ্লাস ডিজাইনে পাওয়া যাবে ফোনটি। ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে ফুল এইচডি প্লাস ২৩৪৯ঢ১০৮০ পিক্সেলের রেজ্যুলেশন। সেভেন প্রো-এর থেকে প্রসেসরে পিছিয়ে নতুন ফোনটি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরসহ ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে চলবে ফোনটি। ৪৮ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরার কম্বিনেশন থাকছে রেডমি নোট সেভেন এস-এ। সেলফি ক্যামেরার জন্য বরাদ্দ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে আনলক করার জন্য থাকছে এআই ফেস।