করোনা ধাক্কায় নিঃসঙ্গ জীবন-যাপন করা মানুষেরা আবার পৃথিবীর বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিরতে শুরু করেছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট একটি প্রতিবেদনে বেশ কিছু ‘স্বঘোষিত বিখ্যাত’ ফেসবুক বিরোধীর ফেরার কথা জানিয়েছে, যারা কয়েক বছর আগে অ্যাকাউন্ট ডিলিট করে দেন।
যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার করায় দুই তিন বছর আগে প্রযুক্তি জগতে হইচই শুরু হয়। সেই দিনগুলোতে মার্কিন টেকনিক্যাল অ্যাকাউন্ট ম্যানেজার ৪৭ বছর বয়সী স্কট মরিসন অন্তর্জাল দুনিয়ায় বেশ পরিচিতি পান। ফেসবুক বিরোধী প্রচারণা চালিয়ে এক সময় নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দেন।
সেই স্কট মরিসন চলতি মাসের শুরুতে আবার ফেসবুক ব্যবহার শুরু করেছেন। খুলেছেন নতুন একটি অ্যাকাউন্ট। মূলত কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর সঙ্গনিরোধ থাকা অবস্থায় অনেকটা বাধ্য হয়ে এই মাধ্যমে তাকে ফিরতে হয়েছে।
‘প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে ফেসবুকের আসলে বিকল্প নেই,’ মরিসন বলছেন, ‘একসঙ্গে অনেক পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে আমি ফেসবুকে ফিরেছি।’
সিনেট জানিয়েছে, মরিসনের মতো প্রায় অর্ধশত ফেসবুক-বিরোধী মানুষ লকডাউনের সময় নতুন অ্যাকাউন্ট ব্যবহার শুরু করেছেন।