অ্যাপল ওয়াচের জন্য ‘কিট’ নামের নতুন একটি মেসেজিং অ্যাপ উন্মোচন করেছে ফেসবুকের পরীক্ষামূলক অ্যাপ নির্মাতা দল। অ্যাপটির মাধ্যমে নিকট বন্ধুদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন গ্রাহক।
ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে কাজ করবে অ্যাপটি। এর মাধ্যমে অ্যাপল ওয়াচ থেকে একবার ট্যাপ করেই বন্ধুদেরকে বার্তা পাঠানো যাবে। বার্তায় অডিও রেকর্ডিং, ইমোজি, লোকেশন শেয়ার, স্ক্রিবল বা ডিকটেশন ইনপুট দেওয়া যাবে– খবর আইএএনএস-এর।
আপাতত শুধু আইওএস গ্রাহকদের জন্যই আনা হয়েছে অ্যাপটি। এর মাধ্যমে মিলবে নোটিফিকেশন। দেওয়া যাবে নোটিফিকেশনের জবাবও।
ইতোমধ্যেই মূল ফেসবুক মেসেঞ্জার অ্যাপ সমর্থন রয়েছে অ্যাপল ওয়াচে। এবার কিট অ্যাপটি উন্মোচন করা হয়েছে ভালোবাসার মানুষ, সবচেয়ে ভালো বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে।
অ্যাপের বর্ণনায় ফেসবুক বলছে, “ওয়াচ থেকে সহজে যোগাযোগ করার সুযোগ দেবে কিট। ছোট পর্দায় সঠিক অপশন পেতে এখন আর কষ্ট করতে হবে না।”
মেসেঞ্জারের যে কন্টাক্টগুলো গ্রাহক কিট অ্যাপে যোগ করতে চান তা বাছাই করে নিতে পারবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বর্তমানে শুধু কানাডায় উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি। অন্যান্য দেশে অ্যাপটি কবে নাগাদ আসবে তা নির্দিষ্ট করে বলেনি ফেইসবুক।