সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক আগামী বছরের জুন পর্যন্ত নিজেদের সব ফিজিক্যাল আয়োজন বাতিল ঘোষণা করেছে। এছাড়া আগামী মে মাস শেষ হওয়ার আগে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর অফিসে ফেরার দরকার নেই বলে ঘোষণা দিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। খবর এপি।
বিবৃতিতে মার্ক জাকারবার্গ বলেন, একযোগে অসংখ্য জনসমাগম হয় এমন ফিজিক্যাল আয়োজনগুলো আগামী এক বছরের জন্য বাতিল করা হয়েছে। তবে অল্প কিছু আয়োজনের ক্ষেত্রে বিকল্প উদ্যোগ নেয়া হবে। অর্থাৎ কিছু অনুষ্ঠান ভার্চুয়াল ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে।
তিনি বলেন, আমাদের বেশির ভাগ কর্মী অন্তত মে মাস পর্যন্ত বাসা থেকে কাজ করবেন। ভয়াবহ কভিড-১৯ মহামারীর মধ্যেও আমাদের যেসব কর্মীকে অফিস থেকে কাজ করতে হচ্ছে তাদের ও সমাজের অন্য সবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এমন উদ্যোগ।