আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ফেসবুকের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি লিবরা। চলতি বছর চালু হওয়ার কথা থাকলেও করোনা মহামারী তা আটকে দিয়েছে। অবশেষে ২০২১ সালের জানুয়ারিতে ফেসবুকের এ ডিজিটাল মুদ্রার কার্যক্রম শুরু হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আলোচিত লিবরা প্রকল্পের সঙ্গে যুক্ত অন্তত তিনজনের নাম গোপন রেখে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে জেনেভাভিত্তিক লিবরা অ্যাসোসিয়েশন। ফলে নতুন বছরের শুরুতেই বিশ্ববাসী মার্কিন ডলারের বিপরীতে সম্পূর্ণ নতুন একটি বিনিময় মাধ্যম পেতে যাচ্ছে। তা-ও আবার সেটি সম্পূর্ণ রূপে ডিজিটাল মাধ্যমে।
গত বছর লিবরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালুর উদ্যোগ অনেকটাই এগিয়ে নিয়েছিল ফেসবুক। ওই সময় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনীতিবিদরা এর বিরোধিতা করেন। তাদের যুক্তি, লিবরা চালুর মতো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হয়নি। এ পরিস্থিতিতে প্রকল্পটি চালু হলে আর্থিক ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে।