হোয়াটসঅ্যাপকে ঘিরে ওঁৎ পেতে আছে হ্যাকাররা। কখনো গোলাপী রঙে রূপান্তর করার প্রস্তাব, কখনো বা অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে বিনামূল্যে ফ্রি-অ্যাকসেসের অফারের লিংক ভাইরাল করা হচ্ছে হোয়াটসঅ্যাপে! এসব লিংকে ক্লিক করলেই হোয়াটস অ্যাপ তো বটেই, গোটা ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, হোয়াটসঅ্যাপকে গোলাপী রঙে রূপান্তর করার নামে ভাইরাসযুক্ত একটি লিংক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে ক্লিক করলে ব্যবহারকারীদের ফোন হ্যাক হতে পারে। এমনকি নিজের হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নানা জটিলতা।
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে পাওয়া অন্যান্য ভুয়া লিংক ক্লিক করে মহাবিপদের মুখে পড়েছেন অনেকেই! সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এসব এমন ভুয়া লিংক এড়িয়ে চলতে। মাল্টিপল অ্যান্টিভাইরাস ইঞ্জিন এই লিংকের মাধ্যমে ফোনে প্রবেশ করে ব্লকড হয়ে যাচ্ছে। এই ধরণের লিংক ফরওয়ার্ড ও ক্লিক না করার কথা বলা হয়েছে।
হোয়াটসঅ্যাপে পাওয়া এসব লিংকে প্রবেশ করলেই সাইবার অপরাধীদের হাতের মুঠোয় চলে যাবে আপনার গোপনীয় তথ্য। ফাঁস হতে পারে ব্যাংকের সব তথ্য। টুইটারে এ নিয়ে নানান সচেতনমূলক পোস্ট করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাজশেখর রাজাহারিয়া এক পোস্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপ পিংক নিয়ে সতর্ক হোন। হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপ পিংক নামের কোনও লিংকে ক্লিক করবেন না। ক্লিক করলে নিজের ফোনের ওপর কর্তৃত্ব হারাবেন।
হোয়াটসঅ্যাপে এভাবে হ্যাকারদের আক্রমণের ঘটনা এটাই প্রথম নয়। ভুয়া সংবাদ কিংবা গুজব ছড়ানোর পরিবর্তে ফেসবুকের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বর্তমানে বেশি ব্যবহার করা হচ্ছে আর্থিক ও চাকরি সংক্রান্ত জালিয়াতি ইত্যাদি ক্ষেত্রে।