নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছে টুইটার। টুইটার নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে পারে এমন অভিযোগে দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
কয়েকদিন আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি টুইট মুছে দেয় টুইটার। তার বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। ঐ টুইট টুইটারের নীতি ভঙ্গ করছে বলে জানানো হয়।
আর এরপরই অনির্দিষ্টকালের জন্য নাইজেরিয়ায় বাতিল ঘোষণা করা হয় টুইটারকে। ফলে মাইক্রোব্লগিং মাধ্যমে একটা শূন্যতার সৃষ্টি হয়। আর এই সুযোগেই জনপ্রিয় হচ্ছে কু অ্যাপ।