গত বছরের শেষের দিকে ভারত এবং চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ইউটিউব শর্টসের বেটা ভার্সন ছাড়া হয়েছিল। বর্তমানে বিশ্বের একশরও বেশি দেশে পাওয়া যাচ্ছে ইউটিউবের এ সংক্ষিপ্ত ভিডিও ভার্সনটি। মূলত টিকটকের সঙ্গে টেক্কা দিতে এ ভার্সনটি নিয়ে এসেছে ইউটিউব।
মজার বিষয় হলো ইউটিউব যখন সংক্ষিপ্ত ভিডিও ভার্সনের দিকে যাচ্ছে, টিকটকও দীর্ঘ ভিডিওর ফিচার চালু করেছে। চলতি মাসের শুরুতে টিকটক জানায়, কয়েক মাসের পরীক্ষা শেষে সব ব্যবহারকারীর জন্য ৩ মিনিটের ভিডিও ফিচার উন্মুক্ত করেছে। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও দিয়ে বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে টিকটক।