টিকা বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে শতাধিক অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক। রাশিয়া থেকে এসব প্রচারণা চালানো হচ্ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ভারত, ল্যাটিন অ্যামেরিকা ও যুক্তরাষ্ট্র লক্ষ্য করে এ প্রচারণা চালায় নেটওয়ার্কটি।
নেটওয়ার্কটি থেকে ইনফ্লুয়েন্সারদের নিয়োগ করে করোনাভাইরাস প্রতিরোধী টিকা সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
১০ আগস্ট ফেসবুক জানায়, ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি Fazze এর সম্পর্ক পাওয়া গেছে, এই এজেন্সি রাশিয়ান কোম্পানি AdNow এর অংশীদার।
বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মে মাসে ফাইজারের করোনা প্রতিরোধী টিকা সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর জন্য অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল Fazze। সম্প্রতি ফের করোনা টিকা বিরোধী প্রচারণা চালানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে ফেসবুক।