জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি স্বপ্ন দেখছেন, টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে মাসিক ১ বিলিয়নে পৌঁছাবে। বর্তমানে টুইটারে সাইনআপের হার সর্বকালের সর্বোচ্চ বলেও দাবি করছেন ইলন মাস্ক।
টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রথমে এক টুইটে বলেন, টুইটারে সাইনআপের হার বর্তমানে সর্বোচ্চ।
পৃথক আরেক টুইটবার্তায় এই ধনকুরের বলেন, আমি মনে করি আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে টুইটারে মাসিক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি হবে। টুইটারকে এমন একটি অ্যাপে পরিণত করা হবে, যেখানে এক অ্যাপ থেকেই সব কাজ করা যাবে। ফোনে টুইটার ইনস্টল থাকলে আর কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে না।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ইলন মাস্কের অধিগ্রহণের পর টুইটার ব্যবহার বৃদ্ধিতে গতি এসেছে। প্রায় ১.৫ কোটি নতুন গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।
এদিকে টুইটে লেখার শব্দের ব্যবহার বাড়তে পারে। ২৮০ থেকে বেড়ে হতে পারে ৪২০।