এই ভুখন্ডে স্থলভাগের চেয়ে জলভাগের অংশ বেশি। পৃথিবীর শতকরা ৭১ ভাগই হলো জল বাকিটা স্থল। বিশাল এই জলরাশিতে রয়েছে অনেক ধরনের বৈচিত্র্যময় প্রাণী ও উদ্ভিদ। আয়তনের ভিত্তিতে বিশ্বব্যাপী আন্তজার্তিক বাণিজ্যের ৮০ শতাংশ এবং মূল্যের ভিত্তিতে প্রায় ৭০ শতাংশের বেশি সম্পদ সমুদ্রপথে বহন করা হয়। পড়াশোনার ক্ষেত্রে বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সমুদ্রবিজ্ঞান। আর এই সমুদ্রবিজ্ঞানের একটি আধুনিক শাখা হলো শিপিং এন্ড মেরিটাইম সাইন্স। যা এদেশে পড়ানো হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে।
বাংলাদেশ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উদ্ভাবনী শিপিং দেশগুলির মধ্যে একটি। সামুদ্রিক শিল্প বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী। আর দিনে দিনে এর চাহিদা বাড়ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে এই খাতে বাড়ছে পেশাদার লোকের চাহিদাও।
শিপিং এন্ড মেরিটাইম সাইন্স একটি কর্মমুখী শিক্ষা। এই প্রোগ্রামে দুটি বিশেষীকরণ আয়োজন রয়েছে। যা শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের সাথে সম্পৃক্ত। একটি নটিক্যাল বা নৌ এবং নাবিক সম্পর্কিত আরেকটি ইঞ্জিনিয়ারিং বিষয়ক। প্রোগ্রামটি সামুদ্রিক শিল্পের মূল চ্যালেঞ্জ এবং সমস্যাগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। কিছু কোর্স একচেটিয়াভাবে সামুদ্রিক শিল্পের উপর ফোকাস করে আর অন্য কোর্স ইউনিটগুলি এই শিল্পের দক্ষতা ও বিকাশের ওপর আলোচনা করে। কিন্তু এই প্রোগ্রামটিতে মেরিটাইম শিল্পের সাথে সম্পর্কিত বিষয়গুলির একটি বিস্তৃত ডিজাইন করা হয়েছে।
সত্যিকারের শিল্প-ভিত্তিক জ্ঞান, অসামান্য গবেষণার উৎকর্ষতা এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুতের ক্ষেত্রে সকল ধরণের আয়োজন রাখা হয়েছে।
বাংলাদেশের অর্থনীতির জন্য এক অপার সম্ভাবনার নাম শিপিং এন্ড মেরিটাইম সাইন্স। বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, যে দেশ সামুদ্রিক অর্থনীতিতে যত বেশি উন্নতি করতে পেরেছে, সে দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ হয়েছে।
সমুদ্রসম্পদ সুরক্ষা, পরিবেশ সুরক্ষা, সম্পদ আহরণ ও জনগণের কল্যাণে এর যথার্থ ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ জনবল তৈরিতে সরকারেরে এই উদ্যোগে শামিল হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বিশ্বজুড়ে জাহাজে নাবিকদের চাহিদা রয়েছে। এক বন্দর থেকে আরেক বন্দরে ঘুরে বেড়ানোর পাশাপাশি আছে ভালো বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে দক্ষ জনবল তৈরি করবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
নদী বা সমুদ্র দেখতে যাওয়া অথবা সমুদ্রের পাড়ে বেড়াতে ভালোবাসে না—এমন মানুষ পাওয়া কঠিন। তবে সমুদ্রবিজ্ঞান পড়তে হলে সমুদ্রের প্রতি ভালোবাসা থাকার পাশাপাশি একজন শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞানমনস্ক হতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞানের ওপর ভালো দখল থাকতে হবে। একই সঙ্গে ভালো ইংরেজি জানতে হবে। কারণ, এ বিষয়ের বেশিরভাগ বই ইংরেজিতে লেখা। ভৌত সমুদ্রবিজ্ঞান পড়ার ক্ষেত্রে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে ভালো।
শিপিং এন্ড মেরিটাইম সায়েন্সে পড়ালেখার মূল উদ্দেশ্য সমুদ্র সম্পর্কে জ্ঞান অর্জন, ভু-ভাগ ও সাগরের আন্তসম্পর্ক, সমুদ্রসম্পদ আহরণের উপায় ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে জানা। এই বিষয়গুলি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কোর্সপ্লান সাজিয়েছে। একাডেমিক পড়াশুনার পাশাপাশি ল্যাবরেটরিতে কাজ এবং ফিল্ড ট্রিপ, ফিল্ড ওয়ার্ক এখানে বাধ্যতামূলক।
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে চলছে স্প্রিং সেমেস্টারের ভর্তি। শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্সে আগ্রহী শিক্ষার্থীরা এখনই ভর্তি হয়ে যেতে পারবেন টুইশন ফি-তে ২৫% বৃত্তিসহ।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। উক্ত নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেও চ্যাট করা যাবে সিইউবির অ্যাডমিশন দলের সঙ্গে। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।