টু্ইটারের কার্যালয়কে হোটেল রুম বানিয়ে ফেলেছেন নতুন মালিক ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে টুইটার সদরদপ্তরের কনফারেন্স রুমে বেড-সোফা বসিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এতে বিল্ডিং কোড লঙ্ঘিত হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখছে সিটি কর্তৃপক্ষ। খবর বিবিসি।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, টুইটার হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে বড়সড় একটি ডাবল বেড খাট বসানো হয়েছে। পাশে দুটি সোফা চেয়ার ও একপাশে একটি ওয়ার্ডরোব। খাটে সাদা ধবধবে বেডশিট ও দুটি বালিশ রাখা। রুমে রয়েছে একটি অ্যালার্ম ঘড়ি ও টেবিল-ল্যাম্প।
টুইটারের সাবেক এক কর্মী জানিয়েছেন, ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে তিনি ওই অফিসেই থাকছেন।
চলতি বছরের অক্টোবরে টুইটারের মালিকানা কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি কিছু কর্মীকে ছাঁটাই করেন এবং বাকিদের ই-মেইলে বলেছেন, কাজে সফল হওয়ার জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।
একইসঙ্গে নিজেও দিনরাত পরিশ্রমের নামে অফিসে থাকতে শুরু করেন। তিনি বলেন, কোম্পানি একটি জায়গা পৌঁছানো না পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন এবং অফিসেই থাকবেন।
অফিসে খাট বসানো নিয়ে সমালোচনা শুরু হলে জবাবে এক টুইটে মাস্ক বলেন, কাজ করতে করতে ক্লান্ত কর্মীর জন্য কোম্পানি বেডের ব্যবস্থা করেছে।
এদিকে সান ফ্রান্সিসকো সিটি কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। টুইটার কার্যালয়ে কর্মী কিংবা মালিকের রাত্রিযাপনে কোনোভাবে বিল্ডিং কোড লঙ্ঘন হচ্ছে কিনা, সেটি খতিয়ে দেখছেন তারা।
এ ব্যাপারে মাস্ক বলেন, কর্তৃপক্ষের এগুলোর পেছনে না লেগে তাদের উচিত শহরের শিশুদের ওপিওড ড্রাগের থাবা থেকে রক্ষার উপায়কে অগ্রাধিকার দেওয়া।