টুইটারের নতুন মালিক ইলন মাস্কের সংবাদ কভার করা বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। নিউইয়র্ক টাইমস, সিএনএন এবং ওয়াশিংটন পোস্টের সাংবাদিকও রয়েছেন এই তালিকায়। বৃহস্পতিবার রাতে তাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়।
টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, নিষেধাজ্ঞাটি অবস্থানের ডেটা লাইভ শেয়ারিংয়ের সাথে সম্পর্কিত।
ইলন মাস্কের জেট ট্র্যাক করে এমন একজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়ার পরেই সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়।
নিষিদ্ধ সাংবাদিকদের তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন।
নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র ইলন মাস্কের এমন সিন্ধান্তকে সন্দেহজনক এবং দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। একাউন্ট ব্যান করার পূর্বে তাদের অবশ্যই সর্তক করার প্রয়োজন মনে করে এই সংবাদমাধ্যম।
এদিকে বিগত কয়েক বছরে টুইটারের যেসব অ্যাকাউন্ট নিষেধাজ্ঞার কবলে পড়েছিল, সেগুলোর প্রতি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন ইলন মাস্ক।