টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রিল নামে একটি ফিচার আনে মেটা। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ১৫ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওগুলোতে মিউজিক এবং স্পেশাল ইফেক্ট দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এটি একটি স্বল্পমেয়াদি ভিডিও ফিচার হলেও এখানে অনেক সময়ই গুরুত্বপূর্ণ বা শিক্ষামূলক ভিডিও থাকে। সেসব ভিডিও আবারও দেখতে চাইলে সেগুলোতে লাইক বা সেভ দিয়ে রাখলে পরবর্তীকালে ভিডিওগুলো আবারও দেখার সুযোগ পাওয়া যায়। কেননা, সেগুলো বিভিন্নভাবে ফেসবুকের ইতিহাসে জমা থাকে। তবে সেভ করা রিল খুব সহজে বের করা গেলেও লাইক দেওয়া রিল বের করার ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। জেনে নেওয়া যাক কীভাবে রিলগুলো বের করতে হয়—
কোনও রিল সেভ করার অর্থই হলো সেগুলো পরবর্তী সময়ে দেখার প্রয়োজন হতে পারে। ব্যবহারকারী প্রয়োজন মনে করলেই সাধারণত রিল সেভ করে রাখেন।
অ্যান্ড্রয়েড বা আইওএস থেকে দেখতে চাইলে
১) অ্যাপটি চালু করতে হবে।
২) ভিডিও ট্যাবে গিয়ে রিল সিলেক্ট করতে হবে।
৩) বিভিন্ন রিল চালু হবে। সেখানে ওপরের ডান পাশে প্রোফাইলের আইকনে ট্যাপ করতে হবে।
৪) এখান থেকে ‘সেভড’ সিলেক্ট করতে হবে।
৫) এখানেই সেভ করা সব রিল পাওয়া যাবে।
উইন্ডোজ বা ডেস্কটপ থেকে দেখতে চাইলে
১) ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করতে হবে।
২) রিল ট্যাব সিলেক্ট করতে হবে।
৩) এরপর সেভড রিলসে ক্লিক করতে হবে।
ফেসবুকে লাইক দেওয়া রিল দেখতে চাইলে
সাধারণত কোনও রিল ভালো লেগে থাকলে আমরা সেটাকে লাইক দিই। কিন্তু দেখা যায়, অনেক সময় লাইক দেওয়া রিলও দেখার প্রয়োজন পড়তে পারে। এখানে গেলে এর আগের সব অ্যাক্টিভিটিই পাওয়া যাবে। সেখান থেকে লাইক দেওয়া রিল বেছে নিতে হবে।