ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন একজন বাংলাদেশি চিকিৎসক। বিধ্বস্ত গাজাবাসীকে চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসকের নাম ডা. মো. মইনুল হোসেন খান।
জানা গেছে, বিগত এক মাস গাজাবাসীকে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে এ চিকিৎসাসেবা দিয়েছেন তিনি।
ডা. মো. মইনুল হোসেন খান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) থেকে পড়াশোনা করেছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বিপর্যস্ত গাজাবাসী। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল ও চিকিৎসাকর্মীরাও। বছরের পর বছর ধরে চলা এ গণহত্যায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজা অধিবাসীদের খাদ্য-পানীয়ের পাশাপাশি চিকিৎসা সেবা পাওয়া অনিবার্য হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের স্বেচ্ছাসেবীদের মতো জীবনের ঝুঁকি নিয়ে গাজায় যান অস্ট্রেলীয় প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মইনুল হোসেন খান। বিধ্বস্ত গাজাবাসীকে এক মাস চিকিৎসাসেবা দিয়ে আবার সেখানে ফিরে গেছেন তিনি।
জীবন বাজি রেখে চালানো তাঁর এ কাজকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন নেটিজেনরা। তার মানবিকতা, সাহসিকতা ও মহৎ কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।