গ্লোবাল মোবাইল কমিউনিকেশনস সিস্টেমস অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ২০২০ গ্লোমো অ্যাওয়ার্ডসের তালিকায় ‘বেস্ট স্মার্টফোন’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে ওয়ানপ্লাস ৭টি প্রো ।
সেরা স্মার্টফোনের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল হুয়াওয়ে পি৩০ প্রো, আইফোন ১১ প্রো ও স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের নাম। ওয়ানপ্লাস ৭টি প্রোয়ের অ্যাওয়ার্ড রিভিউয়ে জিএসএমএ জানায়, কারিগরি দিক দিয়ে ফোনটি অন্য মডেলগুলোকে ছাড়িয়ে গেছে। ফোনটির প্রসেসরের স্পিড, র্যাপি চার্জ টাইম ও সফটওয়্যারের মান অসাধারণ। সবদিক থেকেই পরিপূর্ণ ডিভাইসটির দামও নাগালের মধ্যে।
৪০৮৫ মিলিএম্প ব্যাটারি দ্বারা চালিত ফোন ওয়ানপ্লাস ৭টি প্রো তে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ও ডলবি অ্যাটমোস প্রযুক্তির ডুয়েল স্পিকার। ফোনটিতে আছে ৪৮,৮ ও ১৬ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও রয়েছে ৩০ ওয়াটের সুপার ফাস্ট চার্জার।
এছাড়াও, গেমিংয়ের জন্য আছে হ্যাপ্টিক ভাইব্রেশন মটোর।শুরু থেকেই ওয়ানপ্লাস হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে। পণ্যের মানের কারণে ২০১৯ সালে কোম্পানিটি ভারতের বাজারে হাই এন্ড ফোনের মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রাখে। ভারতে গড়ে ৩টি হাইএন্ড ফোন বিক্রি হলে তার মধ্যে একটি থাকে ওয়ানপ্লাসের ফোন। এই ফোনে আধ ঘণ্টা চার্জ দিলে সারাদিন চলবে বলে জানানো হয়েছে।
এছাড়াও ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সুবিধে পাওয়া যাবে। ডুয়াল স্ট্রিরিও স্পিকারের সাহায্যে মিউজিক শোনার অভিজ্ঞতা হবে আগের চেয়ে অনেক অন্যরকম। এই ফোনের ভিডিও কোয়ালিটি, ভিসুয়াল, অন্যান্য ফোনের থেকে ভাল।