দেশের সিটিওদের সর্ববৃহৎ অভিজ্ঞতা বিনিময়ের আসর ‘সিটিও টেক সামিট’
‘চতুর্থ শিল্পবিপ্লব এবং ফিনটেক বাংলাদেশ’ শিরোনামে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সিটিওদের সর্ববৃহৎ মিলনমেলা সিটিও টেক সামিট-২০১৯’। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় ফিনটেক এর গুরুত্ব এবং কর্মক্ষেত্রে এর প্রয়োগ সংক্রান্ত সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা নিয়ে দেশের সিটিওদের পারস্পারিক মতবিনিময় এবং প্রযুক্তিপ্রদর্শনই এই ‘সিটিও টেক সামিট-২০১৯ এর মূল উদ্দেশ্য। এটি আয়োজন করেছেন প্রযুক্তি পেশাজীবিদের সবচেয়ে বড় সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ।
অন্যান্য বারের তুলনায় এবারের আয়োজন হচ্ছে বৃহৎ পরিসরে। আয়োজনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি।