বৈশ্বিক স্মার্টফোন বাজারে খারাপ সময় পার করছে এলজি ইলেকট্রনিকস। যে কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পরিচালন মুনাফা ১৫ দশমিক ৪ শতাংশ কমার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানো হয়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
বিবৃতিতে এলজি জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে পরিচালন মুনাফা ৬৫ হাজার ২২০ কোটি ওনে দাঁড়ানোর আশা করা হচ্ছে, যা প্রতিষ্ঠানটির প্রত্যাশিত ৭৭ হাজার ৪০০ কোটি ওনের চেয়ে অনেক কম। তবে দ্বিতীয় প্রান্তিকের বিক্রি ১৫ দশমিক ৬ ট্রিলিয়ন ওনে পৌঁছতে পারে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৪ দশমিক ১ শতাংশ বেশি। আর্নিং গাইডলাইনে, বিভাগ অনুযায়ী পারফরম্যান্সের তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় প্রান্তিকের চূড়ান্ত আর্থিক খতিয়ান প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে এলজির অংশীদারিত্ব তলানিতে নেমেছে। বাজারটিতে ঘুরে দাঁড়ানো চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে স্থানীয় বাজারে গত মে মাসে প্রথম ফাইভজি ফোন ভি৫০ থিনকিউ উন্মোচন করা হয়েছে। ডিভাইস দ্বিতীয় প্রান্তিকে আর্থিক খতিয়ানে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। কারণ ফাইভজি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার সবে শুরুর পথে।