ভারতীয় মোবাইল নির্মাতা কোম্পানি মাইক্রোম্যাক্স গুগুল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টেলিভিশন বাজারে আসছে। বৃহস্পতিবার থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে নতুন ওই টেলিভিশন সিরিজ।
জানা গেছে, নতুন এই টিভির আসপেক্ট রেশিও ১৬:৯। ৩২, ৪০ এবং ৪৩ ইঞ্চি স্ক্রিনের মাপে তিনটি নতুন মডেল বাজারে আসছে। এই অ্যান্ড্রয়েড টেলিভিশনের দাম শুরু হবে ১৩ হাজার ৯৯৯ টাকা থেকে।ওই মডেলগুলোতে থাকছে গুগ্ল প্লে স্টোর, সঙ্গে থাকবে ক্রোমকাস্ট এবং গুগ্ল অ্যাসিস্ট্যান্টের সুবিধা। অর্থাৎ, আপনার মুখের কথাতে এবার থেকে কাজ করবে টিভিও। এ ছাড়া এতে গুগ্ল থেকে গেমস্, গান এবং সিনেমা দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। থাকছে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকটিভিটির সুবিধা। এতে ডলবি ডিজিটাল সাউন্ডেরও ব্যবহার করা হয়েছে। যা আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরও আকর্ষণীয়।
তবে, মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে এই নতুন টিভি সিরিজ সম্পর্কে তেমন কিছু তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি।
মাইক্রোম্যাক্স ইনফরম্যাটিক্সের ডিরেক্টর রোহন আগরওয়াল জানিয়েছেন, বিভিন্ন রকম অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত গুগ্লের এই অ্যান্ড্রয়েড টিভি এন্টারটেনমেন্টের দুনিয়ায় তুলবে নতুন এক ঝড়।