ইউরোপের বাজারে নামমাত্র কর দিয়ে ব্যবসা করছে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো মার্কিন অনলাইন জায়ান্ট। গত ৪ জুলাই ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে এ ধরনের প্রযুক্তি কোম্পানির আয়ের ওপর ৩ শতাংশ করারোপের একটি বিল পাস হয়েছে।
ফ্রান্সের এ সিদ্ধান্ত বৈষম্যমূলক বা অযৌক্তিক কিনা, পাশাপাশি এটি মার্কিন বাণিজ্যে কী ধরনের চাপ বা বাধা সৃষ্টি করবে তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি এরই মধ্যে মন্তব্য করেছেন, ফ্রান্সের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন খুবই উদ্বিগ্ন, কারণ এ কর অন্যায়ভাবে আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্য করেই আরোপ করা হচ্ছে। খবর এএফপি।
গত বুধবার মার্কিন কর্তৃপক্ষকে যৌথ বিবৃতিতে জানায়, ফ্রান্স ইন্টারনেট কোম্পানিগুলোর ওপর ৩ শতাংশ কর আরোপ করলে মার্কিন টেক জায়ান্টগুলোতেই বেশি প্রভাব পড়বে।
এ কারণে পাল্টা ব্যবস্থা নেয়ার প্রথম ধাপ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন বাণিজ্যে ফ্রান্সের ৩ শতাংশ করের প্রভাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাণিজ্য বিরোধের জেরে পাল্টা ব্যবস্থা নেয়ার মতো ঘটনা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই ঘটিয়ে আসছেন। এরই মধ্যে চীন ও ভারতের সঙ্গে এ দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। যেখানে চীনসহ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত চলমান রয়েছে।
ফ্রান্সের বিলটির মতোই একটি প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কয়েক বছর ধরেই আলোচনা করছে। বিলটিতে উল্লেখ করা হয়েছে, অনলাইন জায়ান্টগুলো ফ্রান্সে যে পরিমাণ রাজস্ব আয় করবে, তার ওপর ৩ শতাংশ কর ধার্য করা হবে। তবে যেসব ডিজিটাল কোম্পানির বৈশ্বিক রাজস্ব ৭৫০ মিলিয়ন ইউরোর বেশি এবং ফ্রান্সে রাজস্ব ২৫ মিলিয়ন ইউরোর বেশি, শুধু সেসব কোম্পানিই এ করের আওতায় আসবে।