সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক চিপ নির্মাতা ব্রডকমের কাছে ব্যবসা বিক্রির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তবে অধিগ্রহণ মূল্য নিয়ে সমঝোতায় পৌঁছতে না পেরে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সিম্যানটেক। গত সোমবার সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
টানা কয়েক বছর মার্কিন অ্যান্টিভাইরাস সফটওয়্যার সরবরাহকারী সিম্যানটেক খারাপ সময় পার করছে। অনেকটা বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ব্রডকমের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে নিরাপত্তা সফটওয়্যার সরবরাহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের জোর চেষ্টা চালাচ্ছে সিম্যানটেক।
গত সপ্তাহে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক করপোরেশন অধিগ্রহণ করতে যাচ্ছে ব্রডকম। এ নিয়ে বেশকিছু দিন ধরেই কথা চলছে। উভয় প্রতিষ্ঠান সমঝোতার দ্বারপ্রান্তে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে যেতে পারে। আকস্মিক ব্যবসা বিক্রির আলোচনা থেকে সিম্যানটেকের নিজেদের সরিয়ে নেয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যবসা বিক্রির মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা কেন ভেস্তে গেছে তা নিশ্চিত নয়। তবে গত সপ্তাহে সিম্যানটেক অধিগ্রহণে শেয়ারপ্রতি ২৮ দশমিক ২৫ ডলার নগদ পরিশোধে আগ্রহের কথা জানিয়েছিল ব্রডকম। এ নিয়ে গত সোমবার একটি চুক্তিতেও পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছিল প্রতিষ্ঠানটি।
জানা যায়, দেড় হাজার কোটি ডলারে সিম্যানটেক অধিগ্রহণে আশাবাদী ছিল ব্রডকম। গত বছর চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রধান প্রতিদ্বন্দ্বী কোয়ালকমকে কিনতেও ব্যর্থ হয়েছিল। ওই সময় এ অধিগ্রহণ প্রক্রিয়াকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রডকম এর আগে গত নভেম্বরে সফটওয়্যার প্রতিষ্ঠান সিএ টেকনোলজিস কিনে নেয়। ১ হাজার ৮৯০ কোটি ডলারের ওই অধিগ্রহণের পর আরেকটি বড় অধিগ্রহণের ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি এখন অধিকতর লাভজনক সফটওয়্যার ব্যবসার দিকে ঝুঁকছে।
সিম্যানটেক সফটওয়্যার বিক্রি থেকে বছরে ৪০০ কোটি ডলারের বেশি আয় করে। এমন একটি প্রতিষ্ঠান কিনে নেয়া নিঃসন্দেহে উচ্চাভিলাষী পদক্ষেপ। তবে নেতৃত্বহীন হয়ে পড়ার পর সিম্যানটেকের শেয়ারদর কমতে শুরু করেছে।
বিশ্লেষকরা এ অধিগ্রহণ আলোচনাকে ইতিবাচক উল্লেখ করেছিলেন। তারা বলছেন, সিএ টেকনোলজিস অধিগ্রহণের মতোই ঘটনা এটি। সিম্যানটেকের জন্য এটিই হবে সেরা সিদ্ধান্ত। এখন সিএ ব্রডকমের নিয়ন্ত্রণে আসার পর ভালো ব্যবসা করছে।
সিম্যানটেকের জন্য সামনে কিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে। সাইবার নিরাপত্তা সফটওয়্যার খাতের বৃহত্তম প্রতিষ্ঠান এটি। সাড়ে তিন লাখের বেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে পাঁচ কোটি গ্রাহক আছে প্রতিষ্ঠানটির। কিন্তু গত বছর থেকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে সিম্যানটেক। বিশেষ করে সিইও হঠাৎ চাকরি ছাড়ার পর প্রতিষ্ঠানটির নিরাপত্তা সফটওয়্যারের প্রতি মানুষের আগ্রহ কমেছে।
সিম্যানটেক গত বছর নিজেদের ব্যবসা বিক্রির জন্য থোমা ব্রাভো এলএলসি নামে একটি ইকুইটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছিল। তবে সে আলোচনাও ফলপ্রসূ হয়নি। অধিগ্রহণ আলোচনা ভেস্তে যাওয়া বিষয়ে সিম্যানটেক কিংবা ব্রডকম কোনো প্রতিষ্ঠানেরই মন্তব্য পাওয়া যায়নি।
চিপ নির্মাতারা ব্যবসায় বৈচিত্র্য আনয়নের লক্ষ্যে নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণে জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে ২০১১ সালে ৭৭০ কোটি ডলারে ম্যাকাফি কিনে নেয় ইন্টেল। বিশেষ করে পার্সোনাল কম্পিউটারের হার্ডওয়্যারে ম্যাকাফির সফটওয়্যার জুড়ে দেয়ার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির। সে উদ্যোগ সফল হয়নি। ২০১৬ সালে টেলিকম প্রতিষ্ঠান টিপিজির কাছে বিভাগটি বেচে দেয় ইন্টেল।