ব্লু-টুথ প্রযুক্তির তথ্যবিনিময় পদ্ধতি বা কমিউনিকেশন প্রটোকলে নিরাপত্তা ত্রুটি থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি স্মার্টফোন ও ডিভাইস হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে। ত্রুটিটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই দূর থেকে ডিভাইসের অবস্থান জানার পাশাপাশি গোপনে তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।
ব্লু-টুথ প্রযুক্তির এ নিরাপত্তা ত্রুটির সন্ধান পান যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের একদল নিরাপত্তা গবেষক।
তাঁদের দাবি, উইন্ডোজ ১০, অ্যানড্রয়েড ও আইওএসে চলা প্রায় সব স্মার্টফোনেই এ নিরাপত্তা শঙ্কা রয়েছে। এমনকি স্মার্ট ঘড়ি ও ফিটনেস ট্র্যাকারে থাকা তথ্যও নিরাপদ নয়। সমস্যা সমাধানে ব্লু-টুথ ডিভাইসের সংযোগ পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য প্রযুক্তিপণ্য নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সূত্র : দ্য নেক্সট ওয়েব