সারা বিশ্বে ফাইভ জি নেটওয়ার্ক আনতে এখন পর্যন্ত ৫০টি চুক্তি স্বাক্ষর করেছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে।
সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ক্যাথরিন চেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে জানান, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও এখন পর্যন্ত ইউরোপের ২৮ টি দেশের সাথেই চুক্তি স্বাক্ষর হয়েছে। জুনে সৌদি আরবে ফাইভ জি চালুর বিষয়ে সহযোগিতা করবে হুয়াওয়ে। চুক্তি স্বাক্ষর হয়েছে রাশিয়ার শীর্ষস্থানীয় মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথেও।
এই প্রতিষ্ঠানকে ফাইভ জি চালুর বিষয়ে নিষেধাজ্ঞা দেয় কানাডা, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। ২০১৮ সালে ফাইভ জি সংবলিত ডিভাইস টার্মিনাল চালু করে হুয়াওয়ে। এরপর থেকেই নানা প্রতিবন্ধকতা আসে যুক্তরাষ্ট্র থেকে।