চীনের টেকনোলজিস কোম্পানি শাওমি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ ফোন আনতে যাচ্ছে । সেই ফোনে কেমন ছবি ওঠে তার নমুনা দেখাতে টিজার প্রকাশ করেছে তারা। চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে টিজারটি প্রকাশ করে রেডমি।
৬৪ মেগাপিক্সেলের আইএসও সেল ব্রাইট জি ডাব্লু ১ ইমেজ সেন্সর কোম্পানির ০.৮μm- সেন্সর লাইনআপের সবচেয়ে বেশি রেজ্যুলেশন যুক্ত সেন্সর। এই সেন্সর মারজিং টেট্রা সেলের দ্বারা কাজ করে। যেখানে কম আলোয় ১৬ মেগাপিক্সেলের ছবি নেওয়া যাবে। আবার অধিক আলোয় ৬৪ মেগাপিক্সেল ছবি নেওয়া যাবে। মনে করা হচ্ছে রেডমি স্যামসাংয়ের আইএসও সেল ব্রাইট জি ডাব্লু ১ ইমেজ সেন্সর ব্যবহার করবে। কারণ কিছুদিন আগে স্যামসাং ও এই ফিচারের সাথে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর লঞ্চ করেছিল।
গত জুন থেকেই রেডমির ৬৪ মেগাপিক্সেলের ফোনটি নিয়ে জোর গুঞ্জন চলছে। রিয়েলমি ও স্যামসাং ও ৬৪ মেগাপিক্সেল সমৃদ্ধ ফোন আনতে যাচ্ছে। গত জুনে অপোর সাবব্র্যান্ড রিয়েলমির সিইও মাধব শেঠ উইবোতে ৬৪ মেগাপিক্সেলে তোলা একটি ছবি প্রকাশ করেন।