২০১৬ সালে ফেসবুকে ‘ছারপোকা ব্লাড ব্যাংক’ নামক একটি পেইজের যাত্রা শুরু হয়।
প্রায় ৩ বছরের দীর্ঘ পথচলা শেষে এবার তারা রক্তদান প্রক্রিয়াকে আরও সহজভাবে মানুষের হাতে পৌঁছে দিতে ব্লাড ব্যাংক অ্যাপ নিয়ে হাজির হয়েছে।
তারা এই অ্যাপটির নাম দিয়েছে ‘ছারপোকা ব্লাড ব্যাংক’ যা কিনা বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত অ্যাপ। এখানে এমন কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের ব্লাড ব্যাংক অ্যাপসগুলোয় এর আগে কখনো ব্যবহৃত হয়নি।
অ্যাপটির মাধ্যমে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে খুব সহজেই রোগীর নিকটবর্তী এলাকার রক্তদাতাকে খুঁজে পাওয়া সম্ভব। একই সঙ্গে ডোনারের মোবাইল নম্বরও পাওয়া যাবে।যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
ছারপোকার পরিচালক কাজী নিপু মনে করেন, এই ছারপোকা ব্লাড ব্যাংক দেশের সব ডোনারকে এক প্লাটফর্মে এনে দাঁড় করাতে পেরেছে।