তরুণ প্রজন্মের মোবাইল আসক্তি কমানোর জন্য নতুন একটি আইন পাস করতে যাচ্ছে ইতালির সরকারি দল।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনটিকে বল হচ্ছে ‘নোমোফোবিয়া’। এটি পাস হলে কিশোর-কিশোরীরা যাচ্ছেতাইভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।
এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৬-২০ বছর বয়সী তরুণ ইতালিয়ানের অর্ধেক অংশ দিনে কমপক্ষে ৭৫ বার মোবাইলে হাত দেয়।
এ ছাড়া দেশটির ৬১ শতাংশ মানুষ বিছানায় বসে মোবাইল ব্যবহার করেন। এর মধ্যে ৮১ শতাংশের বয়স ১৮-৩৪ বছরের মধ্যে।
শাসক দল প্রস্তাবিত আইনে বলেছে, মোবাইল ব্যবহার এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে। আইন ছাড়া এটি ঠেকানো খুব কঠিন। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে দেশ এবং অভিভাবককে কঠোর হতেই হবে।