বিভিন্ন মেসেজিং অ্যাপে বন্ধুদের পাঠানো বার্তার উত্তর আরো দ্রুত ও সহজে দেওয়ার সুযোগ দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট। এ জন্য অন্য প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন মেসেজিং অ্যাপের বার্তা পড়ার সুবিধা যুক্ত করে ডিজিটাল সহকারী সেবাটি চালু করেছে গুগল।
ফিচারটি চালু করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ইনস্টল থাকা মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠানো বার্তা নিয়মিত পড়বে গুগল অ্যাসিস্ট্যান্ট। কোনো ব্যক্তি বার্তা পাঠালে জানান দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের মুখের কথা শুনে সেই ব্যক্তিকে বার্তার উত্তরও লিখে পাঠাবে। ফলে বন্ধুদের পাঠানো বার্তার উত্তর লেখার ঝামেলা পোহাতে হবে না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী হালনাগাদ সংস্করণটি ব্যবহারের সুযোগ পাবে।
সূত্র : ইন্টারনেট