বছরের প্রথমার্ধে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে স্যামসাং, এমনটাই উঠে এসেছে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে।
স্যামসাংয়ের অর্ধবার্ষিকী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের প্রথম ছয় মাসে গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি খরচ করেছে মোট ৮৪০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ১২.২ শতাংশ বেশি।
আরঅ্যান্ডডি খাতে খরচ বাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বিক্রিও রেকর্ড পরিমাণ বেড়েছে। এই ছয় মাসে প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে ৯.৩ শতাংশ– খবর আইএএনএস-এর।
এ বছর স্যামসাংয়ের বেশিরভাগ বিনিয়োগ গেছে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে কারখানায়। এই খাতে প্রতিষ্ঠানের বিনিয়োগ বলা হয়েছে ১০.৭ ট্রিলিয়ন ওন, যা আগের তিন বছরের মধ্যে সবচেয়ে কম। মেমোরি চিপ বাজারে বিক্রি কমে যাওয়া এবং বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিতিশীলতার কারণে এতে বিনিয়োগ কমানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বছরের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় ১৪৭৩টি পেটেন্ট নিবন্ধন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ এবং স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। আগের বছরে প্রতিষ্ঠানের মোট পেটেন্ট সংখ্যার তুলনায় এবারের ছয় মাসের পেটেন্ট সংখ্যা ৭০ শতাংশ।
জুন মাস পর্যন্ত সারা বিশ্বে স্যামসাংয়ের পেটেন্ট নিবন্ধন হয়েছে মোট এক লাখ ৩২ হাজার ৪৭৮টি। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ, ইউরোপে ২০ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ১৭.৮ শতাংশ।
প্রতিষ্ঠানের মূল লাভের খাতগুলো মেমোরি চিপ, স্মার্টফোন, টেলিভিশন এবং প্রসেসর এবং এগুলো নিয়েই বেশিরভাগ পেটেন্ট করেছে স্যামসাং।