বর্তমান সময়ে টিভি নেই এমন জায়গা খুঁজে পাওয়াই কঠিন। বাসা-বাড়ি থেকে শুরু করে যেকোনো চায়ের দোকানেও এখন টিভি চলতে দেখা যায়। যুগের সাথে তাল মিলিয়ে বদলে গেছে টিভির কাঠামো ও প্রকারভেদ। এলসিডি, এলইডি, ওএলইডি প্রযুক্তির ব্যবহার হচ্ছে এখন। আসুন জেনে নেই এলইডি ও ওএলইডি টিভির কিছু বৈশিষ্ট্য।
এলইডিঃ
১। এলইডি টিভিতে ‘লাইট এমিটিং ডায়ডস’ বা এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়।
২। এলইডি টিভি এলসিডি টিভির তুলনায় স্লিম।
৩। বিদ্যুৎ সাশ্রয়ী
৪। এলইডি টিভি একটি নির্দিষ্ট অংশকে কম আলোকিত করতে পারে যেখানে আলো কম হওয়া প্রয়োজন।
৫। এলইডি টিভিতে মার্কারি আছে যা অন্য টিভিতে নেই।
ওএলইডিঃ
১। সর্বশেষ আবিষ্কৃত এইচডি প্রযুক্তি।
২। অধিকতর উজ্জ্বল আলোর সাহায্যে বাস্তবধর্মী ছবি উৎপন্ন করে।
৩। এলইডি টিভির মতই বিদ্যুৎ সাশ্রয়ী।
৪। ওএলইডি প্রযুক্তিতে কিছু কার্বনজাত উপাদান থাকে।
৫। কন্ট্রাস্ট রেশিও অনেক বেশি
এলইডি কিংবা ওএলইডি যেটাই হোক না কেন, পছন্দের টিভিটি পেয়ে যাবেন অনলাইন এ। আপনি যেকোনো স্পেসিফিকেসন ও মডেলের টিভির দাম সম্পর্কে জানতে দেখতে পারেন বিডিস্টল এ। এছাড়া এ নিয়ে আরও কিছু জানতে চাইলে ভিজিট করুন এখানে।