চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট-৩০ সিরিজ উন্মোচন করেছে। সেই সঙ্গে সরাসরি অ্যাপলের নতুন আইফোন-১১ কে চ্যালেঞ্জ করছে হুয়াওয়ে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জার্মানির মিউনিখ শহরে অবমুক্ত করা হয় হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। হুয়াওয়ের মেট-৩০ এবং মেট-৩০ প্রো অ্যাপলের আইফোনের থেকে বেশি শক্তিশালী বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এর উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং ব্রাইট স্কিন আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে।
মেট ৩০ প্রো ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে রয়েছে ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেটি কার্ভড করা ডান ও বাম দিকে। এর ডিসপ্লে প্যানেল ২৪০০*১১৭৬ পিক্সেল রেজল্যুশনের হবে বলে উল্লেখ করেছেন ব্লাস।
মেট ৩০ প্রোর পেছনে যে ক্যামেরা সেটি অনেকটা রিংয়ের মধ্যে বসানো। সেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেল সিনে ক্যামেরা, একটি ১৬ মেগাপিক্সেল সেন্সর পেয়ার্ড এবং আরেকটি ৮এক্স টেলিফটো। এ ছাড়া সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং অন্যটি আল্ট্রাওয়াইড লেন্সের ক্যামেরা।
সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে থাকছে ৪০ ওয়াট সুপারচার্জিং এবং ২৭ ওয়াট সুপার ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। ৯৯০ কিরিন প্রসেসরে চলবে ফোনটি। থাকছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। ও হুয়াওয়ের কাস্টমাইজ ইউএমইউআই ১০।
মেট ৩০ প্রো সিরিজটিতে নিজেদের অ্যাপ গ্যালারি এনেছে হুয়াওয়ে। যেখানে অন্তত ৪৫ হাজার অ্যাপ আছে বলে জানায় হুয়াওয়ে।
সূত্র: রয়টার্স