হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৩টি ‘আইফোন-১১ প্রো’ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আইফোনের সর্বশেষ এ সংস্করণটি নিয়ে বৃহস্পতিবার ভোরে হংকং থেকে ঢাকায় অবতরণ করেছিলেন এক যাত্রী। আটক ওই যাত্রীর নাম মোস্তফা মিয়া।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, হংকং থেকে ঢাকাগামী কেএ-১১০ এর একটি ফ্লাইটে ঢাকা আসেন মোস্তফা মিয়া। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমসের চোরাচালান প্রতিরোধ টিম তাকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে। এ সময় তার ব্যাগে ৭৩ টি আইফোন-১১ প্রো পাওয়া যায়। যার বাজার মুল্য ১ কোটি ২০ লাখ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস।