তথ্য সুরক্ষায় শক্ত পাসওয়ার্ড দেওয়ার জন্য সবসময় সতর্ক করে থাকেন তথ্যপ্রযুক্তিবিদরা। কিন্তু এরপরেও অনেকে এমন সহজ পাসওয়ার্ড ব্যবহার করে যা সহজেই ভেঙ্গে ফেলতে পারে হ্যাকাররা।
যুক্তরাজ্যে এ বছরে হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলো প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার। পাসওয়ার্ডগুলো একেবারেই সাধারণ এবং সহজ। ফলে এগুলো সবচেয়ে বেশি হ্যাকড হয়।
একদমই অবাক হওয়ার কিছু নেই যে, এসব পাসওয়ার্ডের মধ্যে আছে, ১২৩৪৫৬, ১২৩৪৫৬৭৮৯, ১১১১১১১ মতো একেবারেই পরিচিত কিছু সংখ্যা।
পরিসংখ্যান জানাচ্ছে, pasword শব্দটিই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন ৩৬ লাখ মানুষ। একইভাবে কি-বোর্ডের উপরের সারির প্রথম ছয়টি শব্দ qwerty পাসওয়ার্ড দেয় ৩৮ লাখ মানুষ।
খুব পরিচিত কিছু নামও পাসওয়ার্ড হিসেবে বেশিমাত্রায় ব্যবহার হয়। যেমন, অ্যাশলি, মাইকেল, ড্যানিয়েল, জেসিকা এবং চার্লি।
ফুটবলপ্রেমীরা অধিকাংশ সময় নিজেদের প্রিয় ক্লাবের নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকে। যেমন দুই লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ ‘লিভারপুল’, ২ লাখ ১৬ হাজার মানুষ ‘চেলসি’, এক লাখ ৭৯ হাজার মানুষ ‘আর্সেনাল’ শব্দ দিয়ে পাসওয়ার্ড।
পাসওয়ার্ডে সুপারহিরো ও জনপ্রিয় সিনেহিরোর নামও খুব পরিচিত। এসব ক্ষেত্রে লাখ লাখ মানুষ ব্যবহার করে, ‘সুপারম্যান’, ‘পোকম্যান’, ‘ব্যাটম্যান’- এসব চরিত্র।