চলতি বছরে বাজারে বেশ কয়েকটি স্মার্টফোন নিয়ে এসেছে স্মার্টফোন প্রস্তুতকারক রিয়েলমি। কয়েক মাস আগে ভারতে অবমুক্ত করা হয়েছিল রিয়েলমি ৫ ও রিয়েলমি ৫প্রো। সম্প্রতি ভারত ও থাইল্যান্ডে এনভিটিসি এবং বিআইএস সার্টিফিকেশন পেয়েছে রিয়েলমি ৫এস। ধারণা করা হচ্ছে- কয়েক দিনের মধ্যেই ফোনটি বাজারে আসতে পারে।
যদিও কোম্পানির তরফে রিয়েলমি ৫এস লঞ্চের বিষয়ে কিছু জানানো হয়নি। এই ফোনে রিয়েলমি ৫ এর থেকে আপগ্রেড ফিচার দেওয়া হবে।
ভারতে শুধু ফোনটির মডেল নম্বর উল্লেখ করা হলেও, থাইল্যান্ডে ফোনটির মডেল নম্বরের সাথে নাম ও জানানো হয়েছে। যদিও এই ফোনে কি ফিচার থাকবে তা জানা যায়নি। তবে এই ফোনেও যে কোয়াড ক্যামেরা দেওয়া হবে তা একপ্রকার নিশ্চিত।
রিয়েলমি ৫এস স্পেসিফিকেশন :
ডুয়েল সিমের এই ফোনে পাবেন ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ৭০০ × ১৬০০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৩ ও ৪ জিবি র্যাম এবং ৩২ ও ৬৪ জিবি স্টোরেজ।
আগেই বলেছি এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার ক্যামেরা সেটআপ হল ১২ মেগাপিক্সেল ( PDAF এবং এফ / ১.৮ অ্যাপারচার), ৮ মেগাপিক্সেল ( এফ / ২.২৫ অ্যাপারচার ও ১১৯ ডিগ্রি ওয়াইড এঙ্গেল লেন্স), ২ মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের। আবার সেলফির জন্য এই ফোনে পাবেন ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।