নেট দুনিয়ায় পরিচিত একটি শব্দ বট। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের র্যাংকিং বাড়াতে বট ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু অধিকাংশ প্রযুক্তিবিদরাই এই উদ্ভাবনকে সমস্যা বলেই আখ্যা দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শুধুমাত্র ওয়েবসাইটের বট ভিজিটর আলোচনায় ছিল। এবার বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এমন এক বট নিয়ে আসছে, সেই বট ভুয়া কমেন্ট করবে।
জানা গেছে, সংবাদমাধ্যমগুলোর জন্যই এমন বট নিয়ে আসা হয়েছে। ডিপ কমেন্টার নামের ওই মডেলের সংক্ষিপ্ত নাম ডিপকম।
মাইক্রোসফট ও চীনের বিহ্যাং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই বট আনা হচ্ছে। কোনো প্রতিবেদন পড়ার পর ভুয়া কমেন্ট করবে এই বট।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই বট নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো- পাঠক বাড়ানো এবং প্রতিবেদনের সঙ্গে পাঠকের সংশ্লিষ্টতা বাড়ানোর জন্য এই বট নিয়ে আসা হচ্ছে। সাধারণ পাঠকদের মতো পাশাপাশি প্রতিবেদনগুলোতে কমেন্ট করবে বট।
গবেষকরা বটের কমেন্ট নিয়ে এক উদাহরণও তুলে ধরেছেন। ফিফা র্যাংকিং নিয়ে এক প্রতিবেদনের ওপর এই বটের করা একটি কমেন্ট ছিল অনেকটা এ রকম, মূলত ২০১৮ ফুটবল বিশ্বকাপের ওপর ভিত্তি করে এই র্যাংকিং প্রকাশ করা হলেও ইংল্যান্ড অনেকটাই উপরে স্থান করে নিয়েছে, ব্রাজিল কীভাবে তিন নম্বরে আসলো?
বট এক কমেন্টে লিখেছে, স্পেন, পর্তুগাল এবং জার্মানিরও উপরে ইংল্যান্ড। সত্যি এ বিষয়টি বেশ মজার।
এই বটের ভালো দিকগুলো নিয়েই শুধুমাত্র কথা বলেছেন গবেষকরা। কিন্তু এটার ব্যবহারের খারাপ দিকগুলো নিয়ে কোনো কিছুই বলেননি তারা।