ডিসেম্বর মাসে উন্মোচন হবে ভিভো এক্স৩০। বৃহস্পতিবার বেজিংয়ে এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছে ভিভো। নতুন ভিভো এক্স৩০ ফোনে থাকছে ডুয়াল ৫জি সাপোর্ট। ফোনের ভিতরে থাকবে একটি এক্সিনস ৯৮০ চিপসেট। চলতি বছর সেপ্টেম্বরে ৫জি আর অন বোর্ড আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ এই চিপসেট উন্মোচন করেছিল স্যামসাং। ডিসেম্বরে মাসে ভিভো এক্স৩০ উন্মোচনের পরে এক্স৩০ প্রো উন্মোচন করতে পারে চীনের কোম্পানিটি।
বৃহস্পতিবার এক প্রেস ইভেন্টে স্যামসাং এর সাথে হাত মিলিয়ে এক্সিনস ৯৮০ চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন তৈরি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে ভিভো। নতুন এক্সিনস ৯৮০ চিপসেটে থাকছে অত্যাধুনিক কানেক্টিভিটি সাপোর্ট। থাকছে ৫জি কানেক্টিভিটি আর ওয়াই-ফাই ৬।
এক্সিনস ৯৮০ চিপসেটের ৫জি মোডেমে ৩.৫৫ জিবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া যাবে। বৃহস্পতিবারের ইভেন্ট থেকে এই কথা জানিয়েছে ভিভো ও স্যামসাং। কোর্টেক্স-এ৭৫ এর পরিবর্তে নতুন চিপসেটে রয়েছে দুটি কোর্টেক্স-এ৭৭ কোর। ফলে আগের থেকে ২০ শতাংশ বেশি পারফর্মেন্স পাওয়া যাবে।
এক্সিনস ৯৮০ চিপসেটে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট থাকছে। এই চিপসেট ব্যবহার হলে সেই ফোনে সর্বোচ্চ পাঁচটা ক্যামেরা ব্যবহার করা যাবে। শক্তিশালী প্রসেসিং কোর, অত্যাধুনিক কানেক্টিভিটির সাথেই এক্সিনস ৯৮০ চিপসেটে থাকছে মালি জি৭৫ জিপিইউ।
যদিও এক্স৩০ ফোন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি ভিভো। যদিও সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে ভিভো এক্স৩০ ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল।
ভিভো এক্স৩০ স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো এক্স৩০ ফোনে একটি ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে এক্সিনস ৯৮০ চিপসেট, ৮জিবি র্যাম আর ২৫৬জিবি স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি ৬৪ মেগাপিক্সেল সেন্সর থাকছে। সাথে ১৩ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল সেন্সর থাকছে।
অন্যদিকে ভিভো এক্স৩০ প্রো ফোনে থাকবে একটি ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে ৬০ মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।