TENAA-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সী ডাব্লু২০ ৫জি কেবল গ্যালাক্সী ফোল্ড ৫জি মডেলেরই এক নবনির্মিত সংস্করণ। তবে বেশি উন্নত প্রসেসর। কিন্তু এটি কোনও নতুন স্মার্টফোন নয়। TENAA-র ওয়েবসাইট জানাচ্ছে, গ্যালাক্সী ডাব্লু২০ ৫জির মডেল নম্বর সম্ভবত স্যামসাং এসএম-ডাব্লু২০২০। যা স্যামসাং গ্যালাক্সী ডাব্লু২০ ৫জির সঙ্গে মিলে যাচ্ছে। কেবল প্রসেসর লক স্পিড ও ব্যাটারি ছাড়া। যে ছবি ওই ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তা স্যামসাং-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের মতোই দেখতে এই ফোন। TENAA-র ওয়েবসাইট আরও জানাচ্ছে, স্যামসাং এসএম-ডাব্লু২০২০ এর প্রসেসর ক্লক স্পিড ২.৯৫ গিগাহার্জ/২.৪ গিগাহার্জ/ ১.৭৮ গিগাহার্জ যা গ্যালাক্সী ফোল্ড-এর স্ন্যাপড্রাগন ৮৫৫ এসওসি-র ২.৮৪ গিগাহার্জ+২.৪১ গিগাহার্জ+ ১.৭৮ গিগাহার্জ থেকে আলাদা।
সম্ভবত স্ন্যাপড্রাগন ৮৫৫+ এসওসি থাকবে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫-এর পরিবর্তে যা গ্যালাক্সী ফোল্ড-এ ব্যবহৃত হয়।
পাশাপাশি ব্যাটারি ক্ষমতাও ভিন্ন। গ্যালাক্সী ফোল্ড-এর ৪জি সংস্করণের ব্যাটারি ৪,৩৮০এমএএইচ এবং গ্যালাক্সী ফোল্ড-এর ৫জি সংস্করণের ব্যাটারি ৪,২৩৫এমএএইচ সেখানে এই ফোনের ব্যাটারি ৪,১৩৫এমএএইচ।
প্রসঙ্গত, গত বছর এবছরের ফেব্রুয়ারিতে ৪জি ও ৫জি দুই ভাইব্র্যান্ট উন্মোচন করেছিল স্যামসাং। কিন্তু শেষ পর্যন্ত মান নিয়ে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত ফোনের মুক্তি পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত এবছরের সেপ্টেম্বরে স্যামসাং গ্যালাক্সী ফোল্ড বাজারে আসে। প্রথমে সংস্থার দেশীয় বাজার এবং পরে ভারত ও চীনের বাজারে এসে পড়ে এই ফোন।
আগামী ১৯ নভেম্বর চীনা টেলিকম সংস্থা ও স্যামসাং দেশে একটি ঘোষণা করে ফোনটি আনতে চলেছে। সংস্থার তরফে ঘোষণা হলেই সমস্ত তথ্য আপনাদের জানাবে টেকজুমডট টিভি।
আল্ট্রা-থিন গ্লাস (ইউটিজি) বিক্রয়কারী সংস্থা Dowoo Insis-এ বিনিয়োগ বাড়িয়েছে স্যামসাং। এই সংস্থার তৈরি আল্ট্রা-থিন গ্লাস ব্যবহৃত হবে ফোল্ডিং ফোনে।