দীর্ঘদিন ধরে নকিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রিস্তো সিলাসমা। আগামী বছরের এপ্রিলে পদ ছাড়বেন তিনি। এরপর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন নকিয়ার নেটওয়ার্ক বিভাগের সাবেক প্রধান শারি বলডউফ। নকিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১২ সাল থেকে সফলভাবে দায়িত্ব পালন শেষে আগামী এপ্রিলে নকিয়ার চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন রিস্তো সিলাসমা। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন শারি বলডউফ। তার এ নিয়োগ নকিয়ার পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।
৬৪ বছর বয়সী শারি বলডউফ টেলিকম জগতের অন্যতম প্রভাবশালী নারী ব্যবস্থাপক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। নকিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে তাকে প্রতিষ্ঠানটির আয় বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষত পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়ে ও এরিকসনের সঙ্গে বিদ্যমান তীব্র প্রতিযোগিতায় নকিয়াকে এগিয়ে রাখতে কার্যকর কৌশল প্রণয়নে ভূমিকা রাখতে হবে তাকে।
এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক কনসালট্যান্সি সিসিএস ইনসাইটের হেড অব রিসার্চ বেন উড বলেন, একজন শীর্ষ নারী কর্মকর্তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে টেক জগতে দৃষ্টান্ত স্থাপন করেছে নকিয়া। ব্যবস্থাপক হিসেবে শারি বলডউফের সফলতা ঈর্ষণীয়। নকিয়ার অগ্রযাত্রায় তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।