তারবিহীন ইয়ারপড বাজারে আনার ইঙ্গিত আগেই দিয়েছিল চীনা স্মার্টফোন নির্মাতা রিয়েলমি। চলতি মাসেই ভারতের বাজারে আসছে প্রতিষ্ঠানটির নতুন এ ইয়ারপড। অ্যাপল ইয়ারপডের আদলে রিয়েলমির ওয়্যারলেস ইয়ারপড অল্প সময়ের মধ্যে গ্রাহকদের মনোযোগ কাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
গত মাসে এক আয়োজনে রিয়েলমি ভারতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাধব শেঠ ওয়্যারলেস ইয়ারপড বাজারে আনার ইঙ্গিত দিয়েছিলেন। চলতি মাসেই এ ইঙ্গিত বাস্তব হচ্ছে। এক টুইট বার্তায় মাধব শেঠ ওয়্যারলেস ইয়ারপড পরিধান অবস্থান নিজের একটি ছবি প্রকাশ করেছেন। এতে তার কানে হলুদ রঙের ইয়ারপড দেখা গেছে। তিনি লিখেছেন, ডিসেম্বরেই পণ্যটি বাজারে আসছে।
তবে রিয়েলমির নতুন এ ইয়ারপড নিয়ে বিস্তারিত কিছু জানাননি মাধব শেঠ। এদিকে রিয়েলমি চায়নার সিইও ফ্রান্সিস ওয়াং ওয়্যারলেস ইয়ারপড কানে লাগিয়ে নিজের একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন। তার ছবিতে কালো রঙের একটি ওয়্যারলেস ইয়ারপড দেখা গেছে। পণ্যটি দেখতে একদমই অ্যাপলের ইয়ারপডের মতোই।
ওয়্যারলেস ইয়ারপডের পাশাপাশি একই সময় বাজারে আসছে রিয়েলমির সর্বাধুনিক মডেলের স্মার্টফোন এক্সটি ৭৩০জি। ২০ ডিসেম্বরের মধ্যে ভারতের বাজারে এ দুটি পণ্য পাওয়া যেতে পারে। স্মার্টফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা রয়েছে। ব্যাটারি ৪ হাজার এমএএইচের। রয়েছে হাইপারবোল্ড থ্রিডি গ্লাস ডিজাইনের সুপার অ্যামোলেড স্ক্রিন।