সেবার বহরে নতুন সেবা ‘এক্স ম্যানেজার’ অবমুক্ত করলো দেশের অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস সেবা এক্সওয়াইজেড। নতুন এই সেবাটি বাংলাদেশের এমএসএম খাতের জন্য নিও-ব্যাংকিং প্লাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি ৫০ হাজার ক্ষুদ্রব্যবসায়ীদের সেবা দেবে। অনুষ্ঠানে একইসঙ্গে জয়ী অব দ্য ইয়ার ফাতেমা রিমি’র হাতে এক লাখ টাকার ডামি চেক হস্তান্তর করা হয়।
‘এগিয়ে যাওয়ার এই তো সময়’ প্রতিপাদ্যে শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘আইপিডিসি-সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯’ অনুষ্ঠানে নতুন এই সেবা অবমুক্ত করার পাশাপাশি চেকটি হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে সেবা এক্সওয়াইজেড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদনান ইমতিয়াজ হালিম একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২২ সালের পরিকল্পনা তুলে ধরেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, একজন উদ্যোক্তা প্রতিষ্ঠিত হতে তিনটি বিষয় অত্যন্ত প্রয়োজন, এগুলো হলো পুঁজি, প্রশিক্ষণ ও প্রযুক্তি। এ তিন ‘প’ এর সমন্বয়ে একজন উদ্যোক্তাকে সামনে এগিয়ে যেতে হবে। সেবার বহরে এস ম্যানেজার যুক্ত করে সেবাএক্সওয়াইজেড অ্যাপের মাধ্যমে পুঁজি ও প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সরকার বিনিয়োগ ও প্রযুক্তির সহায়তা করবে আইসিটি বিভাগ।
বাড়েছে সেবার বহর, গ্রাম হবে শহর স্লোগান বাস্তবায়নে সেবাএক্সওয়াইজেড-কে সরকারের যে কোনো প্লাটফর্ম ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশজুড়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একসেবা, একশপ ও একপে সেবা এক্সওয়াইজেড’র জন্য উন্মুক্ত করে দেয়া হলো।