টেলিভিশন বিজ্ঞাপনে সময় পাওয়া যায় অল্প, এ সময়ের মধ্যে সাবলীলভাবে কোনো গল্প ফুটিয়ে তোলার জন্য বেশ ঘাম ঝরাতে হয়। সম্প্রতি ছয়টি ভিন্ন গল্পের বিজ্ঞাপন তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’।
বিজ্ঞাপনগুলোয় দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। মাত্র ১৫ সেকেন্ডে গোটা দেশের সমগ্র জনগোষ্ঠীকে একই ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে ‘নগদ’। এত বড় জনগোষ্ঠীকে এত কম সময়ে উপস্থাপন করা সম্ভব নয়, যে কারণে ছয়টি ভিন্ন গল্পে ছয়টি বিজ্ঞাপন তৈরি করেছে “নগদ”-এর মার্কেটিং টিম।
ছয়টি বিজ্ঞাপন তৈরির জন্য নদীর চরে, ট্রলার নিয়ে মাঝ নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য ধারণ করা হয়েছে। আরো আছে গ্রামীণ বাজারের দৃশ্য এবং বিজ্ঞাপনগুলো তৈরিতে অংশ নিয়েছেন একটি গ্রামের বেশকিছু মানুষ। এসব দৃশ্য ধারণের সময় উত্সুক জনতা যেমন ভিড় জমিয়েছে, তেমনি অনেক সহায়তাও করেছে। এক এলাকার একটি সেতুর দৃশ্য ধারণ করতে গেলে স্থানীয় জনতা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে। তারা সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। আর মানুষকে আপন করে নেয়ার এ প্রচেষ্টা আরো হূদয়গ্রাহী হয়ে উঠেছে যখন ‘নগদ’-এর টিম ও গ্রামবাসী কাজ শেষে একসঙ্গে একবেলা খাবার খেয়েছে। এভাবে দারুণ এক মানবিক বোঝাপড়ার মাধ্যমে চমত্কার ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে। বর্তমানে দেশের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেলে ‘নগদ’-এর এ ছয়টি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে।