অডিট আপত্তির পাওনা নিয়ে আরবিট্রেশনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে উকিল নোটিশ দিয়েছে গ্রামীণফোন। অপরদিকে মামলা তুলে নিতে প্রস্তাব দিয়েছে রবি। সঙ্গতকারণে গ্রামীণফোনের বিষয়ে কঠোর অবস্থানে যেতে পারে সরকার। অন্যদিকে রবি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি কার্য নির্বাহী কমিটির সদস্যদের বৈঠকে এমনটাই জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, অডিট আপত্তি নিয়ে আদালতে চলমান মামলা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে রবি। আলোচনার মাধ্যমে তারা বিষয়টি সমাধান করতে চাইছে। কিন্তু সিঙ্গপুরের একটি আইনি সংস্থাকে দিয়ে রাষ্ট্রপতি বরাবর উকিল নোটিশ পাঠিয়েছে গ্রামীণফোন।
এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রী বৈঠকে বলেন, সিঙ্গাপুরের আইনি সংস্থার মাধ্যমে রাষ্ট্রপতিকে দেওয়া এ উকিল নোটিশ গ্রহণযোগ্য নায়। আর মামলা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে আলোচনা করতে কোনো অসুবিধা নেই। তবে মামলা চলাকালে কোনো আলোচনা হবে না। তিনি আরো জানান, ‘এমএনপি সুবিধা’য় সুফল না মেলায় ভয়েসক কল রেট কমেনি। এর পেছনে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যাটাই বড় কারণ বলে মনে করা হচ্ছে।
একইসঙ্গে ব্রডব্যান্ড খাতে একচেটিয়া ব্যবসায় সুযোগ ভেঙ্গে দিতে শিগগিরি নতুন এনটিটিএন কোম্পানিকে লাইসেন্স দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, বেশ কিছু অনুষঙ্গের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কাজ অব্যাহত রয়েছে।
টিআরএনবি সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু এর নেতৃত্বে বৈঠকে টিআরএনবি সদস্যরা উপস্থিত ছিলেন।